×

প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ০৮:৪১ পিএম

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

   

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন দাখিল সীমিতকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য্যের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সুরক্ষা সেবা বিভাগে গত ১৫ আগস্ট অনুযায়ী আবেদনকারীদের অনুকূলে সময়মতো পাসপোর্ট ইস্যু নিশ্চিতকরণ এবং মেশিন রিডেবল পাসপোর্টের প্রয়োজনীয় যন্ত্রপাতির সীমাবদ্ধতার বিবেচনায় ই-পাসপোর্ট সেবা চালু হয়েছে। সেই মিশনসমূহে মেশিন রিডেবল পাসপোর্ট এনরোলমেন্ট যথাসম্ভব সীমিতকরণের জন্য নিম্নরূপ নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো। আরো বলা হয়, যে সব আবেদনকারীর ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্ট রয়েছে তাদের ই-পাসপোর্ট প্রদান করা হবে। এ ছাড়া ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট নেই এমন আবেদনকারীদের ক্ষেত্রে এবং জরুরি প্রয়োজনে অত্যাবশ্যকীয় বিবেচনায় মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান করা হবে।

ই-পাসপোর্ট করার ক্ষেত্রে বিদ্যমান মেশিন রিডেবল পাসপোর্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্র  বা অনলাইন জন্মসনদে আবেদনকারীর নিজের নাম, পিতার নাম, মাতার নাম, নিজ জন্ম তারিখ, আবেদনকারীর নিজের ব্যক্তিগত পরিচিতি নম্বর একই থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদেশ জারির তারিখ থেকে অত্র মিশনে মেশিন রিডেবল পাসপোর্ট আবেদন গ্রহণ সীমিতকরণ করা হলো। কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরো পড়ুন: ড. মুহাম্মদ ইউনূস আরেকটি নোবেল পুরস্কার পেতে পারেন!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App