×

প্রবাস

ভিসা বন্ধ নিয়ে ধোঁয়াশা

সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশির সাজা

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে

প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ০৯:১৭ এএম

সংযুক্ত আরব আমিরাতে ৫৭ বাংলাদেশির সাজা

ইউএইতে বিক্ষোভের দায়ে ৫৭ বাংলাদেশীর সাজা। ছবি: সংগৃহীত

   

সংযুক্ত আরব আমিরাতে দাঙ্গা ও বিক্ষোভের দায়ে কর্তৃপক্ষ সোমবার (২২ জুলাই) অভিযুক্ত প্রবাসীদের সাজা ও নির্বাসনের আদেশ দিয়েছে। দেশটির আদালত এ ঘটনায় অভিযুক্ত ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং অপর ১ বাংলাদেশিকে অবৈধ অনুপ্রবেশ এবং সমাবেশে অংশ নেওয়ার দায়ে ১১ বছরের কারাদণ্ড দেন।

সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স ও দেশটির স্থানীয় গণমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দণ্ডিত বিক্ষোভকারীরা দেশটিতে গাড়ি ভাংচুর এবং সরকারী ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করেছে বলে জানা গেছে।

শুক্রবার (১৯ জুলাই) নিজ দেশের সরকারের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত জুড়ে বেশ কয়েকটি রাস্তায় গণজমায়েত এবং দাঙ্গা উসকে দেয়ার অভিযোগে একদল বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ড. হামাদ সাইফ আল শামসি, এ ঘটনায় অবিলম্বে তদন্ত এবং সন্দেহভাজনদের জরুরি বিচারের আওতায় আনার নির্দেশ দেন। শনিবার (২২ জুলাই) আবুধাবি ফেডারেল আপিল আদালতের দেয়া রায়ে বহিরাগতদের অবৈধ জমায়েতের জন্য শাস্তি দেয়া হয়। প্রকাশিত এক বিবৃতিতে প্রসিকিউশন জানায়, বিক্ষোভকারীরা পরিবহন ভাংচুর এবং সরকারী ও ব্যক্তিগত সম্পত্তি ধ্বংস করেছে।

৩০ সদস্যর একটি পাবলিক প্রসিকিউশন দলের তত্ত্বাবধানে পরিচালিত তদন্তের পর দাঙ্গা, জননিরাপত্তা বিঘ্নিত করার অভিপ্রায় এবং লোকালয়ে জড়ো হওয়ার অপরাধ অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণিত হওয়ায় আদালতের এই রায় দেন। 

অভিযুক্তরা এই ঘটনার ভিজ্যুয়াল ও অডিও ক্লিপ রেকর্ড করে ইন্টারনেটে প্রকাশ করেছে বলে জানা গেছে। অভিযুক্তদের মধ্যে অনেকেই ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন।

আরো পড়ুন: বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ হয়নি

এর আগে এ ঘটনায় বিচার চলাকালে পাবলিক প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি দাবি করেন। অপরদিকে অভিযুক্তদের পক্ষে আদালতে নিযুক্ত ডিফেন্স অ্যাটর্নি যুক্তি দেখিয়েছেন, এই সমাবেশে কোনো অপরাধমূলক উদ্দেশ্যে সংগঠিত হয়নি। অভিযোগের প্রমাণ অপর্যাপ্ত, ফলে তিনি অভিযুক্তদের খালাস দাবি করেন।

আরব আমিরাতে বাংলাদেশীদের ভিসা বন্ধ হয়েছে কিনা জানতে চাইলে, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেছেন, ভিসা বন্ধ হয়নি। বাংলাদেশিরা ভিসা আবেদন করলে রেড সিগন্যাল দেখানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App