×

প্রবাস

পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের বিজয় উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২০ পিএম

পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের বিজয় উৎসব
পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের বিজয় উৎসব
   
পর্তুগালের রাজধানী লিসবনে ১৬ ডিসেম্বর বাংলাদেশী অধ্যুষিত অঞ্চল মার্তিম মুনিজ পার্কে বাংলাদেশীদের সংগঠন ইউথ মুসলিম কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশী এবং শিশু-কিশোরদের নিয়ে বিজয়ের আনন্দ উৎসব আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনে সভাপতি আরিফ বিন জাহিদের পরিচালনা আগত প্রবাসী বাংলাদেশী এবং শিশু কিশোরদের স্বাগত জানান সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সিআরসি পিটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, মো মোশাররফ হোসেন, শাজেদুল আলম, মো মোস্তাফিজুর রহমান, রুবেল আহমদ। এছাড়া বাংলাদেশী বংশোদ্ভূত পর্তুগিজ সোশালিস্ট পার্টির নেতা রানা তসলিম উদ্দিন এবং পর্তুগালের স্থানীয় মিনিসিপ্যালিটির এসেম্বলি মেম্বার কার্লোস ডিয়াস টরেস টরেস। অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোর এবং অংশগ্রহণকারী সকলকে বাংলাদেশের জাতীয় পতাকা উপহার হিসেবে প্রদান করা হয়। অতঃপর স্বাধীনতার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্ল্যাকার্ড উন্মোচন সহকারে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন বাংলাদেশী পণ্যের স্টল গুলোর সাথে অতিথিদের পরিচয় করিয়ে দেয়া হয়। খোলা আকাশের নিচে বড় পরিসরে এই বিজয় মেলায় দুই হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশী মুখরোচক ঐতিহ্যবাহী খাবারের সাথে সাথে ঐতিহ্যবাহী পোশাকসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের পসরা নিয়ে বসেন পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। ছুটির দিন থাকায় আনন্দ উপভোগ করতে পর্তুগালের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশীরা ছুটে আসেন এই আনন্দ আয়োজনে যোগ দেয়ার জন্য। পর্তুগালে প্রবাসী বাংলাদেশীদের বিজয় উৎসব বিজয় দিবসের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণকারী পর্তুগালের স্থানীয় মিনিসিপ্যালিটির অ্যাসেম্বলি মেম্বার কার্লোস ডিয়াস টরেস টরেস বলেন নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের বাংলাদেশের এমন একটি গুরুত্বপূর্ণ দিনে সকলের অংশ হতে পেরে। বাংলাদেশের সকল মানুষকে অভিনন্দন কেননা এটি একটি গৌরবের দিন। সমাপনী অনুষ্ঠানে শিশু কিশোর এবং আগত অতিথিদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এর মধ্যে বিজয়ীদের এবং একই সাথে সাথে এই এই আয়োজনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তিদেরকে উপহার দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App