খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, পৌঁছেছেন ৫৩ বাংলাদেশি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২২, ১১:৫২ এএম

মঙ্গলবার মালয়েশিয়ায় পৌঁছানো ৫৩ বাংলাদেশি কর্মীকে স্বাগত জানানো হয়। ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় পৌঁছেছেন ৫৩ জন বাংলাদেশি কর্মী। এর মাধ্যমে ২০১৯ সালের পর বন্ধ হয়ে যাওয়া দেশটির শ্রমবাজারের দরজা আবার খুলল।
মঙ্গলবার (৯ আগস্ট) মালয়েশীয় সময় সকাল সোয়া ১০টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (কেএলআইএ) তাদের স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
এর আগে সোমবার রাত ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একে ৭০ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন ৫৩ জন বাংলাদেশি কর্মী। মালয়েশীয় সময় ভোর সাড়ে পাঁচটায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে হাইকমিশনার বাংলাদেশি কর্মীদের স্বাগত জানান।
মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে কর্মীদের উদ্দেশ্যে হাইকমিশনার বলেন, দেশের সম্মান বজায় রেখে, মালয়েশিয়ার আইনকানুন মেনে কাজ করবেন। হাইকমিশন আপনাদের পাশে আছে, থাকবে।