সারাদেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

ছবি: সংগৃহীত
সারাদেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে আট দিন এ কর্মসূচি চলবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সমাবেশের দিনক্ষণ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে দেশের ৬৪ জেলায় এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর এই প্রথম বড় কর্মসূচি দিলো বিএনপি।