আ.লীগের কর্মসূচিকে ‘অনুশোচনাহীন এক নারীর আর্তচিৎকার’ বললেন রিজভী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এতগুলো মানুষ হত্যা করার পর এটা অনুশোচনাহীন এক নারীর আর্তচিৎকার ছাড়া কিছুই নয়।
বুধবার (২৯ জানুয়ারি) জুলাই আন্দোলনে শহীদ আহনাফের বাসায় বিএনপি পরিবারের পক্ষ থেকে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এসময় রিজভী বলেন, শেখ হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী আহনাফকে হত্যা করেছে। পুরষ্কারের লোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কাজ করেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনার মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই। সে দেশে ফিরে আসতে পারলে মানচিত্র আর থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সারাদেশে হরতাল ডেকেছে আওয়ামী লীগ। ওই দিন রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
মোট ১০টি দাবিতে আগামী ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল, অবরোধসহ মোট ৫ ধরনের কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।