×

রাজনীতি

সিংগাইরে হচ্ছে না মধুর মেলা

হাফ ডজন মামলা কাঁধে নিয়ে আত্মগোপনে মমতাজ

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পিএম

হাফ ডজন মামলা কাঁধে নিয়ে আত্মগোপনে মমতাজ

ছবি: সংগৃহীত

   

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম নিজ দল আওয়ামী লীগের শাসনামলে বরাবরই ছিলেন আলোচিত-সমালোচিত। কখনো সংসদ অধিবেশনের সময় দলীয় প্রধানের মন জয় করতে গান গেয়ে, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়ার নানা রকম ব্যাখ্যা, ফেরি করে বিদ্যুৎ বিতরণের বক্তব্যের পাশাপাশি নিজ এলাকার দলীয় সভা-সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতাদের কটাক্ষ করে মন্তব্য করায় ছিলেন বিতর্কের শীর্ষে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন মমতাজ বেগম ও তার অনুসারীরা। এরই মধ্যে মমতাজের বিরুদ্ধে নিজ নির্বাচনী এলাকার থানা ও আদালতে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে হাফ ডজন মামলা হয়েছে। তার পৈতৃক বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের বাউল কমপ্লেক্স (মিউজিয়াম), মধু মঞ্চ ও মধুর আড্ডা নামের রেস্টুরেন্টে ভুতুড়ে অবস্থা বিরাজ করছে। প্রতি বছর ১ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী মমতাজের বাবা প্রয়াত মধুর বয়াতির নামে মেলার ছন্দপতন ঘটতে যাচ্ছে এবার।

জানা গেছে, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে পূর্ব ভাকুম গ্রামে অত্যাধুনিকভাবে নির্মাণ করা হয়েছে মমতাজ বেগমের বাড়ি। পাশেই মধু-উজালা কোল্ড স্টোরেজ, বাউল কমপ্লেক্স, মধু মঞ্চ ও সর্বশেষ চালু করা হয় ‘মধুর আড্ডা’ নামের চাইনিজ রেস্টুরেন্ট। একসময় মমতাজের বাড়িসহ এসব প্রতিষ্ঠানে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মধু মঞ্চেই এ এলাকার আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আড্ডাস্থল ছিল। রাজনৈতিক কর্মসূটির যাবতীয় সিদ্ধান্ত এখান থেকেই নেয়া হতো। মমতাজ যখন বাড়িতে অবস্থান করতেন, তার অনুসারীরা তার চারপাশ সরগরম করে রাখতেন। পাশাপাশি গাড়ির বহর লেগেই থাকত। গেল ৫ আগস্টের পর বদলে গেছে সেই চিরচেনা দৃশ্য। সেখানে এখন ভুতুড়ে অবস্থা বিরাজ করছে।

বাড়ির মালিক সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম আত্মগোপনে যাওয়ার পর তার বিরুদ্ধে বিভিন্ন থানা ও আদালতে দায়ের করা মামলাগুলোর মধ্যে রাজধানী ঢাকার হাতিরঝিল থানায় একটি, সাভারের আশুলিয়া থানায় একটি, তার নির্বাচনী এলাকার মানিকগঞ্জের হরিরামপুর থানায় একটি, সিংগাইর থানায় দুটি ও মানিকগঞ্জ কোর্টে একটি। এসব মামলায় হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে মমতাজের নিজ বাড়ি জয়মন্টপ ও পূর্বভাকুম গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে যখন উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয় মমতাজ বেগম তখন থেকেই গ্রামের বাড়িতেই অবস্থান করছিলেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের খবর পেয়ে সে বিকেলে তার বড় ভাই এবারতের বাড়ি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চরদুর্গাপুর গ্রামে চলে যান। সেখানে দুই-তিন মাস থাকার পর কোনো একসময় ছদ্মবেশ ধারণ করে বোরকা পড়ে অবস্থান বদলে ফেলে আত্মগোপনে চলে যান। এর মধ্যে বিক্ষোভকরীরা তার মধুর আড্ডার গ্লাস ও প্রবেশ পথের লাইটগুলো ভাঙচুর করে।

মধুর আড্ডা রেস্টুডেন্টের দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড আব্দুর রহিম বলেন, ৫ আগস্টের পরদিন একদল দুর্বৃত্ত রেস্টুরেন্টের ভেতরে হামলা চালিয়ে ভাঙচুরসহ ৪ লাখ টাকার মালপত্র লুট করেছে। মমতাজের অন্যান্য জমিতে সবজি চাষ করে কোনো রকমে পরিবার নিয়ে সংসার চালাচ্ছেন বলেও জানান এ সিকিউরিটি গার্ড ।

মমতাজ বেগমের বাড়ি ও বাউল কমপ্লেক্সের দায়িত্বে থাকা আরেক সিকিউরিটি আনন্দ কুমার দত্ত জানান, টেলিভিশনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার খবর দেখে মমতাজ ম্যাডাম বাড়িসহ সব জায়গা-জমি আমাকে দেখভাল করার কথা বলে বের হয়ে যান। এর পর থেকে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। মাস শেষে ম্যাডামের বড় ভাই এবারত পীরসাব আমার বেতন দিয়ে যান। বাউল কমপ্লেক্সের ভেতরে যেতে চাইলে মালিকপক্ষের নিষেধ আছে বলে জানান সিকিউরিটি আনন্দ কুমার দত্ত।

উল্লেখ্য, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গঠনের পর সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ বেগম। এরপর দলীয় মনোনয়ন পেয়ে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও সদরের ৩ ইউনিয়ন) ২০১৪ সালে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ও ২০১৮ সালে একতরফা নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকার টিকেট পেলেও নিজ দলের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ট্রাক প্রতীকের দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন মমতাজ বেগম।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App