জি এম কাদের এত সাহস পায় কীভাবে: রিজভী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আজকে হাসিনার দোসর জি এম কাদের বলেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির পক্ষে ৫০ শতাংশ জনসমর্থন রয়েছে। জি এম কাদেররা এ কথা বলার সুযোগ পায় কিভাবে? শেখ হাসিনার রক্ত ঝরানো যে অপশাসন, সেই অপশাসনের কথা কেউ ভুলে যায়নি। শেখ হাসিনার ১৭ বছরের নির্মম শাসনকে যারা বৈধতা দিয়েছে, তারা হলেন স্বৈরাচার এরশাদ, তার ভাই জিএম কাদের, এরশাদের স্ত্রী রওশন এরশাদ। সেই জিএম কাদেররা আজ উঁচু গলায় কথা বলে কি করে?
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর দক্ষিণ বাসাবোতে এক বিক্ষোভ সমাবেশে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী এ কথা বলেন। গুম হওয়া সবুজবাগ থানা ছাত্রদল নেতা সুজন ও ফরহাদকে ফিরে পাওয়ার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
রিজভী বলেন, ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরিতে শেখ হাসিনা ও জি এম কাদেরদের জন্ম। ভারতের গোয়েন্দাদের ল্যাবরেটরীতে রওশন এরশাদেরও জন্ম। ওরা তো এ কথা বলবেই। এখন ঘাপটি মেরে থাকলেও তারা যেকোনো মুহূর্তে সুযোগ ফণা তুলে ছোবল মারবে।
বিএনপির এই নেতা বলেন, আজকে অন্তর্বর্তী সরকারকে সবাই সমর্থন দিয়েছে। আপনাদের কাজ কি শুধুমাত্র এসি রুমে বসে থাকা? আপনারা এই ৪ মাসে কি করেতে পেরেছেন? আজকেও সয়াবিন তেল কেন ১৮৫ থেকে ১৯০ টাকা কেজি হবে? এ কারণে কি অন্তর্বর্তী সরকারকে মানুষ সমর্থন দিয়েছে? কথা হলো আওয়ামী লীগের লোকেরা এখনো বাজার নিয়ন্ত্রণ করছে ।
রিজভী বলেন, প্রতিবেশি দেশে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হচ্ছে। বাংলাদেশ নাকি তুর্কি ড্রোন নিয়ে এসে সীমান্তে বসিয়েছে। ভুয়া কথা। এর ক-দিন আগে রিপাবলিক বাংলা বলে বসলো চট্টগ্রামকে ভারতের অংশ হিসেবে দাবি করতে হবে। বলতে চাই, এত সাহস কোথা থেকে পেল তারা?’ এ সময় অন্যদের উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু প্রমুখ।