×

রাজনীতি

একটি মিডিয়া আমার ওপর জুলুম করেছে : ডা. শফিকুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০২:৪১ পিএম

একটি মিডিয়া আমার ওপর জুলুম করেছে : ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত

   

একটি মিডিয়া আমার ওপর জুলুম করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শনিবার সাতক্ষীরায় আমার ওপর জুলুম করা হয়েছে একটি মিডিয়াতে। আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সঙ্গে বসবো। আমরা কী অপরাধ করেছিলাম, তাদের কী ক্ষতি করেছিলাম? আমাদের নামে কেন তারা এই অপবাদ দিলো।

রবিবার (১ ডিসেম্বর) সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রতি কিছুটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের বক্তব্যটা হুবহু নেবেন। আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের ওপর চাপাবেন না। 

ডা. শফিকুর রহমান এ সময় আরো বলেন, জাতীয় ইস্যুতে সকল জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। এ দেশ কারো একার নয়, সবার। দেশ এখনো ১৫ বছরের জঞ্জালমুক্ত হয়নি। তাই সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জামায়াত আমির বলেন, আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই। যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসেবে দেখবে। কাউকেই প্রভু মেনে নেবে না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। যেদিকে হাত বাড়াব, সেদিকে বন্ধুর হাত পেতে চাই। কোনো আগ্রাসীর হাত আমরা দেখতে চাই না।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

সম্মেলনে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো। পরিচালনা করেন থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App