×

রাজনীতি

আলাল

মঈনুল রোডের বাড়ীটি নিয়ে পদক্ষেপ নিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

মঈনুল রোডের বাড়ীটি নিয়ে পদক্ষেপ নিন

ছবি: ভোরের কাগজ

   

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে বলেছেন, মামলা চলাকালীন সময়ে মামলা নিষ্পত্তি হওয়ার আগেই মঈনুল রোডের বাড়ী থেকে খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছিলো। তার সেই স্মৃতিবিজড়িত জায়গাটি নিয়ে এমন কিছু পদক্ষেপ নেন যাতে তিনি তার ক্ষত সাড়িয়ে নিতে পারেন। এবং দেশবাসীও যাতে মনে করে খালেদা জিয়ার প্রতি যে অন্যায়-অবিচার হয়েছে তার কিছুটা হলেও প্রতিকার হয়েছে। 

শুক্রবার (২২ নভেম্বর) দলের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। 

আলাল বলেন, খালেদা জিয়া এদেশের সূর্য সৈনিক। তিনি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী। তিনি সেনা দিবসে ক্যান্টমেন্ট যাবেন এটাই স্বাভাবিক। তবে সেখানে তার যে অনুভূতি বা অভিব্যক্তি দেখেছি তাতে মনে হয়েছে একটি পাখিকে বহু বছর পায়ে শিকলবন্দী করে রাখা হয়েছিলো। সে পাখিকে মুক্ত করে দেয়া হয়েছে। 

আরো পড়ুন: খালেদা জিয়ার বিদেশযাত্রায় রাজনীতি কোথায়?

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা কিছুদিন আগে বলেছিলেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। সিইসিসহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে বৃহস্পতিবার (২১ নভেম্বর) এর প্রথম পদক্ষেপ দেখলাম। 

সংস্কার প্রশ্নে বিএনপির এই নেতা বলেন, আমরাই সংস্থারের জনক। বিভিন্ন দফা পেশ করে পরবর্তীতে ৩১ দফার প্রস্তাবনা আমরা তুলে ধরেছি। আমরা যখন সংস্কারের প্রস্তাব পেশ করি তার অনেক পরে ছাত্রবিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে। সামনে নির্বাচন ট্রেন কতদ্রুত গতিতে চলবে তা আমরা সবাই বুঝতে পারবো। বিএনপি নতুন ইসির প্রতি আস্থা রাখতে চায়। তবে কথা কম বলে কাজে বিশ্বাসী দেখতে চাই।

এ সময় প্রচার দলের সভাপতি মসহফুজ কবির, সাধারণ সম্পাদক আকবার হোসেন, সিনিয়র সহ-সভাপতি আল আমিন, সহ-সভাপতি আজিজুস সামাদ, রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক এম আক্কাস আলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন খান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোবারক হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক রুবেল নিলয়, সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমদ, সহ-মহিলা সম্পাদক সেলিনা রহমান, সদস্য খায়রুল ইসলাম শান্ত, আব্দুল বারেক শেখসহ আয়োজক সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App