×

রাজনীতি

আ.লীগের নেতৃত্ব দিতে যে শর্ত দিলেন সোহেল তাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

আ.লীগের নেতৃত্ব দিতে যে শর্ত দিলেন সোহেল তাজ

তানজিম আহমদ সোহেল তাজ

   

মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ আওয়ামী লীগের নেতৃত্ব নেয়া বিষয়ক এক প্রশ্নে ‘শর্ত’ দিয়েছেন। শনিবার বিকালে বাংলা একাডেমির সাহিত্য বিশারদ আব্দুল করিম মিলনায়তনে এক আয়োজনে বক্তব্য দিতে গিয়ে এই প্রশ্নের মুখে পড়েন তিনি। জবাবে ২০০৯ সালে গঠিত আওয়ামী লীগ সরকারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ পেলেও পরে অভিমান করে সরকার ও সংসদ থেকে পদত্যাগ করা সোহেল তাজ বলেন, নির্দিষ্ট কিছু দায় আওয়ামী লীগ মেনে না নিলে এ দলের নেতৃত্বে আসার প্রশ্নই উঠে না। 

ঐতিহ্য প্রকাশনীর আয়োজনে কথাসাহিত্যিক অধ্যাপক আহমাদ মোস্তফা কামালের সঞ্চালনায় ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ: কন্যার চোখে, পুত্রের চোখে' শীর্ষক এক আলোচনায় যোগ দিয়েছিলেন বঙ্গতাজ পুত্র।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সোহেল তাজ দলটির ক্ষমতায় থাকা অবস্থায় নানা পদক্ষেপ ও নীতির সমালোচনা করছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিশানা করেও নানা বক্তব্য দিয়েছেন তিনি। আলোচনার সঞ্চালক তার কাছে জানতে চান, আওয়ামী লীগের হাল কি তাজউদ্দীন পরিবার বা সোহেল তাজ ধরবেন?

জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের দায়িত্ব তখনই নেওয়ার প্রশ্ন আসবে, আওয়ামী লীগ সংগঠন হিসেবে যখন আত্মসমালোচনা শুরু করবে, আত্মোপলব্ধি করবে, তাদের কর্মকাণ্ডগুলো যখন স্বীকার করবে, যারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গেছে তারা জবাবদিহি করবে। যারা হত্যা, গুম, খুনের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেবে এবং আওয়ামী লীগ যখন পরিষ্কার হবে, তারপরে তারা যদি চায় আমি নেতৃত্বে আসি, তখন আমি বিবেচনা করব তার আগে নয়। 

১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার দুই বছর পর যখন আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হয়, তখন দলটির আহ্বায়ক হন সোহেল তাজের মা জোহরা তাজউদ্দীন। অসাধারণ দক্ষতায় তিনি দলকে সংগঠিত ও ঐক্যবদ্ধ করেন। দলের তৃণমূল পর্যায়ে মনোবল ফিরিয়ে আনতে তিনি সারা দেশ সফর করেন। 

শেখ হাসিনা ১৯৮১ সালে বাংলাদেশে এসে দলের সভাপতির দায়িত্ব নেয়ার পর জোহরা তাজউদ্দীন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। এই প্রসঙ্গ টেনেই সঞ্চালক সোহেল তাজের কাছে আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার বিষয়ে প্রশ্ন রাখেন, যদিও ক্ষমতাচ্যুত দলটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রস্তাব নেই।

শেখ হাসিনা ভারতে উড়ে যাওয়ার পর থেকে তিনিই নেতৃত্ব ধরে রেখেছেন। দলের কার্যক্রম ও নির্দেশনা চলছে ফেইসবুক পেজে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা সোহেল তাজের বিভিন্ন বক্তব্যের পর তাকে নিয়ে কটাক্ষ করে পোস্ট দিচ্ছেন। তিনিও এসব সমালোচনার জবাব দিচ্ছেন ব্যাঙ্গাত্মকভাবে। তাজউদ্দীন ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আওয়ামী লীগের অনেক ‘অন্যায়ের’ প্রতিবাদ করেছেন বলে মন্তব্য করেন সোহেল তাজ।

তিনি বলেন, আওয়ামী লীগের কাউন্সিল মিটিংগুলোতে বারংবার তাজউদ্দীন আহমদ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন। তিনি দুর্নীতি, ব্যবস্থাপনা ও দলীয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। আমার মাও তার জায়গা থেকে অনেকবার অসম্মান হওয়া সত্ত্বেও প্রতিবাদ করেছেন। তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ করে গেছেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর তাজউদ্দীনসহ স্বাধীন বাংলাদেশ সরকারের চার শীর্ষ নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যার কথা তুলে ধরে সোহেল তাজ বলেন, জেল হত্যার মাধ্যমে প্রমাণ হয় তিনি (তাজউদ্দীন আহমদ) বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। মুক্তিযুদ্ধের ইতিহাসের সব তথ্য ‘লুকিয়ে না রেখে’ উন্মুক্ত করে দেয়ার আহ্বানও জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App