×

রাজনীতি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

জয়ী ট্রাম্প, ভাঙলেন ১৩১ বছরের রেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পিএম

জয়ী ট্রাম্প, ভাঙলেন ১৩১ বছরের রেকর্ড

ছবি : সংগৃহীত

   

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস।
এই নির্বাচনে তিনি দ্বিতীয়বারের মতো দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন, যা এক ঐতিহাসিক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ট্রাম্প, ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয়লাভ করলেন, এবং তার এই সাফল্য তাকে এক অনন্য রেকর্ডে নাম লেখাতে সাহায্য করেছে—পরাজিত হয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তিনি গ্রোভার ক্লিভল্যান্ডের পর দ্বিতীয় ব্যক্তি।

নির্বাচনের ফলাফল অনুযায়ী, ট্রাম্প ইলেকটোরাল কলেজ এবং পপুলার ভোট উভয় ক্ষেত্রেই জয়লাভ করেছেন। ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৮ লাখ ৮৪ হাজার ৩৪৯টি পপুলার ভোট, যা তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের প্রাপ্ত ৬ কোটি ৫৮ লাখ ২৫ হাজার ৮৬৭ ভোটের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ইলেকটোরাল কলেজ ভোটেও ট্রাম্প এগিয়ে থাকেন। তিনি ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হন, যেখানে কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে, এবং প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীর ২৭০টি ইলেকটোরাল ভোট প্রয়োজন। 

এই বিজয়ের ফলে, ট্রাম্প এক অনন্য রাজনৈতিক প্রত্যাবর্তনের নজির স্থাপন করেছেন। ২০২০ সালে তিনি নির্বাচনে পরাজিত হয়েছিলেন এবং বাইডেনের কাছে হোয়াইট হাউস হারিয়েছিলেন, তবে ২০২৪ সালে ফের জয়ের মধ্য দিয়ে তার পুনরায় রাজনৈতিক সিংহাসনে অধিকার প্রতিষ্ঠা হলো।

গ্রোভার ক্লিভল্যান্ডের পর ট্রাম্প দ্বিতীয় প্রেসিডেন্ট : বিশেষত ট্রাম্পের এই সাফল্য তার ঐতিহাসিক গুরুত্বে বেশ উজ্জ্বল, কারণ তিনি গ্রোভার ক্লিভল্যান্ডের পর দ্বিতীয় মার্কিন প্রেসিডেন্ট, যিনি একাধিক মেয়াদে, ভিন্ন ভিন্ন সময় অন্তরালেও, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ক্লিভল্যান্ড ১৮৯৩ সালে প্রথমবারের মতো জয়ী হন এবং পরবর্তীতে হারলেও ১৮৯৭ সালে ফের জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন।

ডোনাল্ড ট্রাম্পের জীবনের এক ঝলক : ডোনাল্ড ট্রাম্প, যিনি ১৯৪৬ সালের ১৪ জুন জন্মগ্রহণ করেন, একজন মার্কিন ব্যবসায়ী, রিয়েল এস্টেট টাইকুন এবং টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরুর আগেই তিনি বেশ কিছু বিখ্যাত ট্যাবলয়েডে ও টেলিভিশনে সমালোচিত ও প্রশংসিত হন। ট্রাম্প নিউইয়র্কের রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে বিপুল সম্পত্তির মালিক হন। তিনি তার জীবনযাপন, ব্যক্তিগত সম্পর্ক ও ব্যবসায়িক সিদ্ধান্তগুলো নিয়ে প্রায়ই খবরের শিরোনাম হয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ তিনি প্রথম প্রকাশ করেন ১৯৮৭ সালে। ২০০০ সালে তিনি রিফর্ম পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন, তবে ২০১৬ সালে রিপাবলিকান প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন। ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজিত হলেও, ২০২৪ সালে ফের বিজয়ী হয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করছেন।

রাজনৈতিক ভবিষ্যৎ এবং বিশ্ব রাজনীতিতে প্রভাব : ট্রাম্পের দ্বিতীয়বারের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ফলে বিশ্ব রাজনীতিতে নতুন ধরনের উত্তেজনা এবং আলোচনা তৈরি হবে। বিশেষত, তার বিদেশনীতি, অর্থনৈতিক নীতি, এবং অভ্যন্তরীণ বিষয়ে তিনি কী ধরনের সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে বিশ্বব্যাপী আগ্রহের সৃষ্টি হয়েছে। এখন সময় বলে দেবে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কীভাবে দেশ ও বিশ্বের রাজনীতিতে প্রভাব ফেলবে।

টাইমলাইন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App