৮ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪, ১০:৫১ পিএম

বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক
দীর্ঘ আট বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। ২০১৬ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বিমানবন্দর থেকে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক গুলশানের বাসায় যান।
ড. ওসমান ফারুকের পারিবারিক সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহে তার নির্বাচনী এলাকায় (কিশোরগঞ্জ-৩ , করিমগঞ্জ ও তাড়াইল) যাওয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর ওসমান ফারুক নিজ এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
আরো পড়ুন: শুক্রবার দেশে ফিরছেন মির্জা ফখরুল