×

রাজনীতি

শামসুজ্জামান দুদু

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে নাগরিক প্রত্যাশা পূরণ হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৫:২২ পিএম

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে নাগরিক প্রত্যাশা পূরণ হবে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: ভোরের কাগজ

   

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা ততো দ্রুত পূরণ হবে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে জিয়া প্রজন্ম দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘এখন গুরুত্বপূর্ণ হলো, একটি ভালো নির্বাচন। দেশের জনগণ অপেক্ষায় আছে। নির্বাচন কোন দিন হবে। তাই এ সরকারের উচিত, যত দ্রুত সম্ভব নির্বাচনের দিন-তারিখ ঠিক করা।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কী কী করবেন, তা দ্রুত সম্পন্ন করেন। একটি নির্বাচনের দিন-তারিখ ঠিক করেন, রোডম্যাপ করেন। ভালো নির্বাচন কী করে করতে হয়, তা এ দেশের জনগণ ভালো করেই জানে। পুলিশ ঠিক করতে হবে, প্রশাসন ঠিক করতে হবে। এসব তাল-বাহানা দেশের জনগণ দেখতে চায় না।

আরো পড়ুন: ৪৩ থেকে ৪৬ তম বিসিএস বাতিলের দাবি বিএনপির

সরকারের উদ্দেশে কৃষকদলের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আপনাদের পরশপাথর মনে করি। আপনারা নিজেদের পরশপাথর মনে করেন কিনা? যদি মনে করেন তাহলে নির্বাচনের তারিখ, রোডম্যাপ ঘোষণা করেন। একটি নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করবেন, নাগরিক প্রত্যাশা ততো তাড়াতাড়ি পূরণ হবে। এই কাজটা করতে পারলে জাতি আপনাদের স্মরণে রাখবে। ইতিহাসে আপনাদের নাম স্বর্ণ আকারে লেখা থাকবে।’

সেনাপ্রধানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যে ৬০০ জনকে আশ্রয় দিয়েছিলেন, তারা কারা? তারা কোথায় গেলো? তাদের তালিকা প্রকাশ করুন।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন– বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App