গোপালগঞ্জে হামলায় আহত জিলানীকে দেখতে হাসপাতালে ফখরুল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

ছবি: ভোরের কাগজ
গোপালগঞ্জে হামলায় আহত স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে দেখতে শনিবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে বিএসএমএমইউতে গিয়ে মির্জা ফখরুল জিলানীসহ শুক্রবারের হামলায় আহত অন্যান্য নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে তথ্য সংগ্রহ করেন।
এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন এবং আরো অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে সাংবাদিকও রয়েছেন।
আরো পড়ুন: যেভাবে গোপন রাখা হয় শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের অবস্থান
বিএনপি নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।