×

রাজনীতি

ভারতের ‘প্রভুত্ব’ কারো জন্যই শুভ নয়: মির্জা ফখরুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 ভারতের ‘প্রভুত্ব’ কারো জন্যই  শুভ নয়: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

   

ভারত সবসময়ই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভু সুলভ আচরণ করে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পার্র্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে ভারত প্রভুত্বের রাজনীতি করে। যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্যও শুভ হবে না।

গতকাল সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিসৌধে ফুল দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ভারত তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যে রাজনীতি এবং যে আচরণ করছে, সেটা কোন পরিপ্রেক্ষিতে কীভাবে করছে, তা ভারতই ভালো বোঝে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এ কারণে সম্মান, মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।

ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দীর্ঘ প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে দেশ মুক্ত হয়েছে। এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র-জনতা, এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না।

তিনি বলেন, আজ প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা দল শপথ নিয়েছে যে, সদ্য অর্জিত স্বাধীনতাকে সুসংহত করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন, জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম চালিয়ে যাবে তারা।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বিশ্বাস করি, দেশে খুব শিগগিরই জনগণের রায় ও মতামতের ওপর শ্রদ্ধা রেখে যত দ্রুত সম্ভব সংস্কারগুলোকে সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তীকালীন সরকার। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা বারবার করে বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দুইবার দেখা করেছি। প্রতিবারই আমরা বলেছি, যে সংস্কারগুলো করতে চান, সেগুলো জনগণের সামনে তুলে ধরাসহ সময় নির্ধারণ করুন। যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেয়া যেতে পারে, সেজন্য আমরা তাকে অনুরোধ করেছি।

এর আগে এদিন বেলা ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিসৌধে আসেন ফখরুল। সেখানে শ্রদ্ধা জানানোর পর প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেনসহ মহিলা দলের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App