×

রাজনীতি

সালাম

পরাজিত শক্তি দেশের ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৫ পিএম

পরাজিত শক্তি দেশের ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে

ছবি: ভোরের কাগজ

   

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, বিপ্লব ও অভ্যূত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। তার সুফল ধরে রাখতে হলে আন্দোলনকারী সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ঐক্যের কোনো বিকল্প নেই। পরাজিত শক্তি দেশের এই অভূতপূর্ব ঐক্য বিনষ্ট করার চক্রান্ত করছে। আমরা যাতে কেউ এ ফাঁদে না পড়ি সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে তারুণ্যের শক্তি কেন্দ্রীয় পরিষদ আয়োজিত তারুণ্যের কন্ঠে প্রতিরোধের এক মাস এবং গণহত্যার বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশ্যে সালাম বলেন, আপনি বিশ্ব বরেণ্য ব্যক্তি। বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থা আমাদের যে ঋণ দিয়েছে তাদেরকে বলুন বাংলাদেশের অনন্ত ২ থেকে ৫ বছরের সুদ মওফুক করার জন্য। পতিত সরকার দেশের অর্থ লুন্ঠন করে নিয়ে গেছে। 

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিকভাবে হেয় করার চক্রান্ত চলছে

তিনি বলেন, আর নতুন করে ঋণ নয়। আওয়ামী লীগ ও তাদের দোসরা যে অর্থ লুট করেছে এবং বিদেশে পাচার করেছে তা উদ্ধার করে দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক শওকত আজিজের সভাপতিত্বে আজিজুল ইসলামের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- তানভীর সপ্নীল (ঢাকা বিশ্ববিদ্যালয়), রায়হান আহমেদ, সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম শুভ, সমন্বয়ক আবির মিনহাজ ( ব্রাক বিশ্ববিদ্যালয়) ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব পাবলো পিকাসো হালদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সদস্য সচিব ফাহামিদুর রহমান নিলয়, সমন্বয়ক নাইমুর রহমান সাকিব, আরিফুর রহমান আরিফ, মো. মোস্তাকিম রহমান, মো. রাশেদুল ইসলাম রোমান, রাগিব আহসান, আইয়ুব নবী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App