মধ্যনগরে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ স্মরণে আলোচনা সভা

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০২:৫৩ পিএম

ছবি: ভোরের কাগজ
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহত শহিদদের স্মরণে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বিকাল ৪ টায় মধ্যনগরের বংশীকুন্ডায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রাসেল আহমদ, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সারোয়ার আলম, স্বেচ্ছাসেবক লীগের বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন কমিটির যুগ্ম আহবায়ক আল আমিন প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাজেদা আহমেদ।
আলোচনায় বক্তারা বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে বারুদ আর রক্তমাখা বিভীষিকাময় রাজনৈতিক হত্যাযজ্ঞের দিন। এই নারকীয় গ্রেনেড হামলার ২০তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। আমাদের প্রিয় বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সেই হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারান দলের ২৪ নেতাকর্মী, পঙ্গুত্ববরণ করতে হয় অনেককে। ঘাতক চক্রের লক্ষ্য ছিল বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বহীন করা এবং এর গণতান্ত্রিক প্রক্রিয়াকে রুখে দেওয়া। পরিশেষে দেশে স্বৈরশাসন ও জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করা। কিন্তু বাংলাদেশের জনগণ তখন সেই নারকীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে সেই অপচেষ্টা রুখে দেয়।
আলোচকগণ আরো বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার করা ছিল সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সে সময়ের সরকার তা করেনি।
আরো পড়ুন: বন্যার কারণে পূর্বাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ
তারা বলেন, এই দেশে এখন স্বাধীনতা বিরোধী, উগ্র সন্ত্রাসী ও জঙ্গীগোষ্ঠী নানানভাবে সোচ্চার রয়েছে। এই অপশক্তির যেকোনো চক্রান্ত-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে আওয়ামী লীগকে আবারো ঘুরে দাঁড়াতে হবে। আওয়ামীলীগ ৭৫ এর পর ঘুরে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের লাখো অনুসারী এদেশে রয়েছেন। তাদের মনোবল শক্ত করে দলকে সুসংগঠিত করা এখন মূল কাজ।