×

রাজনীতি

রাশেদ খান মেননকে অভিযুক্ত করে মামলায় বিস্ময় প্রকাশ পলিটবুরোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৯:১৫ পিএম

রাশেদ খান মেননকে অভিযুক্ত করে মামলায় বিস্ময় প্রকাশ পলিটবুরোর

ছবি: সংগৃহীত

   

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আক্রমণে হতাহতের ঘটনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে অভিযুক্ত করে দায়ের করা মামলায় বিস্ময় প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছে দলটি। মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দলটির পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বলা হয়- নারীনীতি ও শিক্ষানীতি বিরোধিতা করে হেফাজতের ১৩ দফা দাবির ব্যাপারে ওয়ার্কার্স পার্টি তার বিরোধিতা প্রকাশ্যেই ব্যক্ত করেছে। কিন্তু শাপলা চত্বরে আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত ব্যবস্থার সঙ্গে ওয়ার্কার্স পার্টি বা সভাপতি হিসাবে রাশেদ খান মেনন বা ওয়ার্কার্স পার্টির কোনো সম্পর্ক ছিল না।

আরো পড়ুন: সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

এতে বলা হয়, একইভাবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরে সংঘটিত ঘটনায় রাশেদ খান মেননকে অভিযুক্ত করে আন্তর্জাতিক আদালতে দায়ের করা অভিযোগও বিস্ময়কর। রাশেদ খান মেনন ও ওয়ার্কার্স পার্টি সব সময় ছাত্রদের দাবি এমনকি প্রধানমন্ত্রীর সাক্ষাতে দাবি সম্পর্কে আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছেন। এ সম্পর্কে সে সময়কালে ওয়ার্কার্স পার্টির বিবৃতিগুলো তার প্রমাণ দেয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ ধরনের অভিযোগ বা মামলা দায়ের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মর্মবস্তুর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং তার সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে বলে ওয়ার্কার্স পার্টির সভায় আশা প্রকাশ করা হয়, আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে সে অনুসারে তারা তাদের প্রত্যয়ে দৃঢ় থাকবে এবং যেকোনো প্রতিশোধমূলক ঘটনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App