বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আহত যুবদল নেতার মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৭:০৭ পিএম

ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় পল্টন এলাকায় যুবলীগ-আওয়ামী লীগের হামলায় আহত যুবদল নেতা ওবায়দুল হক (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৯ নম্বর ইউনিট যু্বদলের সাধারণ সম্পাদক ছিলেন।
সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। এর আগে গত ৪ আগষ্ট তিনি হামলায় আহত হয়েছিলেন।
২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, ওবায়দুলের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্ত চড়পাড়া গ্রামে। বাবার নাম নিজামুল হক। ওবায়দুল বর্তমানে তেজগাঁও উত্তর বেগুনবাড়ি এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। রাজনীতির পাশাপাশি অনলাইনে বেচাকেনার প্রতিষ্ঠান দারাজের গাড়ি চালক ছিলেন ওবায়দুল।
আরো পড়ুন: ১৪ ও ১৫ আগস্ট সারাদেশে যে কর্মসূচি দিলো যুবদল
তিনি আরো জানান, গত ৪ আগষ্ট বিকেলে পল্টন নাইটএ্যাঙ্গেল মোড়ে যখন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংর্ঘষ চলছিলো, তখন যুবলীগ-আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপি কর্মীদের উপর হামলা করে। এতে গুরুতর আহত হন তিনি। ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।