×

রাজনীতি

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৭:২০ পিএম

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতার মৃত্যু

কামরুল আলম

   

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কামরুল আলম (৩৮) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খৈয়াছড়া ইউনিয়নের পোল মোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা কার্ভাডভ্যানকে ধাক্কা দেয়। 

এসময় বাস ও কার্ভাডভ্যান মহাসড়কের পাশের জমিতে উল্টে পড়ে যায়। কার্ভাডভ্যানের চাপায় সামনে থাকা পথচারী কামরুল আলম ঘটনাস্থলে মারা যান। তিনি উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজীর তালুক গ্রামের খোরশেদ আলমের ছেলে। 

উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলা উদ্দিন বলেন, আমাদের আহ্বায়ক কামরুল আলম ভাই গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে ঢাকা থেকে আসেন। পোলমোগরা এলাকায় বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বাস সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে কার্ভাডভ্যানটি কামরুল ভাইকে ধাক্কা দেয়। 

এসময় ঘটনাস্থলে তিনি মারা যান। উনার পরিবার ঢাকায় থাকেন। দাফনের বিষয়ে পরিবারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি মিরসরাই কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকেরও দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ঘাতক গাড়ী চালকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, শুক্রবার সকালে বেপরোয়া গতির একটি বাস মহাসড়কের পোলমোগরা এলাকায় সামনে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এসময় কার্ভাডভ্যানের চাপায় ঘটনাস্থলে কামরুল আলম নামে একজনের মৃত্যু হয়েছে।

কুমিরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন বলেন, মহাসড়কের পোলমোগরা এলাকায় চট্টগ্রামমুখী অংশে ঢাকা থেকে ছেড়ে আসা এশিয়া পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। পরবর্তীতে গাড়ী দু’টি মহাসড়কের পাশে জমিতে উল্টে পড়ে। এসময় কাভার্ডভ্যান চাপায় সামনে থাকা কামরুল আলম নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর চালকরা পালিয়ে গেছে। লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। বাসের যাত্রীরা তেমন আহত হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App