বুনিয়াদী প্রশিক্ষণ দিবে শ্রমিক দল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৬:৩২ পিএম

শ্রমিক দলের সভা। ছবি: ভোরের কাগজ।
জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী ২৯ জুন থেকে বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু করবে। সেদিন চট্রগ্রাম থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সকল বিভাগ, জেলা ও মহানগরে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক দলের সভায় কর্মসূচি সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।
আরো পড়ুন:দুদু হুমকি দিলেন সরকার পতনের
সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের বিশেষ সহকারী, শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম বিষয়ক সম্পাদক এম, নাজিম উদ্দিন, সহ শ্রম সম্পাদক হুমায়ন কবির খানসহ শ্রমিকদলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।