কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক মঙ্গলবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুন ২০২৪, ১০:২৪ পিএম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৪ জুন)। বেলা ১১ টায় জোটের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় এ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ জুন) বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন: পরিবেশ সুরক্ষায় যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টায় কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর বাসভবনে কেন্দ্রীয় ১৪ দলের এক সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। জোটের শরীক নেতারা বৈঠকে অংশ নেবেন।
এর আগে, গত ২৩ মে গণভবনে জোটের প্রধান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক থেকে জোটের ঐক্য অটুট রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। সেই সঙ্গে জোটের শরীক দলগুলোকে সাংগঠনিকভাবে তাদের নিজেদের দলের শক্তি বাড়ানোর পরামর্শ দেন জোট প্রধান। জোট শরীকরাও প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজেদের শক্তি বাড়ানোর ওপর জোর দেন।