
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৯:৩০ পিএম
আরো পড়ুন
বঙ্গবন্ধুর খুনী মাজেদের ফাঁসি কার্যকর, সিপিবির সন্তোষ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৮:৫৮ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত খুনী আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সন্তোষ প্রকাশ করেছে।
রবিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সন্তোষ প্রকাশ করে বলেছেন, দীর্ঘদিন পরে হলেও খুনী মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় দেশবাসীর সঙ্গে আমরাও সন্তোষ প্রকাশ করছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্য পলাতক খুনীর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের রাজনৈতিক ষড়যন্ত্র উন্মোচন করা জরুরি। অবিলম্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
বঙ্গবন্ধুর খুনী মাজেদের ফাঁসি কার্যকর, সিপিবির সন্তোষ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২০, ০৮:৫৮ পিএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত খুনী আবদুল মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সন্তোষ প্রকাশ করেছে।
রবিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সন্তোষ প্রকাশ করে বলেছেন, দীর্ঘদিন পরে হলেও খুনী মাজেদের ফাঁসি কার্যকর হওয়ায় দেশবাসীর সঙ্গে আমরাও সন্তোষ প্রকাশ করছি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্য পলাতক খুনীর মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্যের রাজনৈতিক ষড়যন্ত্র উন্মোচন করা জরুরি। অবিলম্বে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। বিবৃতিতে নেতৃবৃন্দ সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।