পুলিশ-বিএনপি সংঘর্ষ, একাধিক গাড়িতে আগুন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম

রাজধানীর শনিরআখরা, মাতুয়াইলে পুলিশ ও বিএনপিকর্মীদের সংঘর্ষকে কেন্দ্র করে ৭ থেকে ৮টি গাড়িতে আগুন দেয়া হয়েছে। তবে আগুন কারা দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে ।
শনিবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. জিয়াউল হাসান তালুকদার।
জানা গেছে, ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীতে অবস্থান নেওয়ার কথা থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছুঁড়ছে। বিএনপির নেতাকর্মীরাও ইটপাটকেল ছুড়ছেন। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, বেলা সাড়ে ১২টার দিকে আগুন লাগার সংবাদ পায় নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি বলেন, 'দুপুর ১২টা ৩৫ মিনিটে মাতুয়াইলে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের খবর আমরা পেয়েছি। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।'