কাউন্সিলররা শেখ হাসিনাকে ছাড়বেন না

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৯:৪৪ এএম

ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা দলের অপরিহার্য ব্যক্তিত্ব, তিনি সভাপতির পদে না থাকতে চাইলেও কাউন্সিলররা তাকে ছাড়বেন না।
বুধবার (২১ ডিসেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এবারের সাংগঠনিক তৎপরতায় স্বরণকালের সবচেয়ে সফল কমিটি ছিল। ৮১ জনের কমিটিতে যারা ছিলেন তারা সবাই কাজ করেছে। হয়তো নতুন কিছু আসবে তবে সংখ্যায় খুব বেশি হবে না। ভিতরে কিছু পরিবর্তন আসতে পারে।
এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবারে নির্বাচন কমিশন হিসেবে কাজ করছেন ইউসুফ হোসেন হুমায়ন, মশিউর রহমান ও শাহবুদ্দিন চপ্পল।
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, নেত্রী বলেছে, পরিবারের সদস্যদের কোন ব্যক্তি যদি সরাসরি রাজনীতিতে জড়াতে চান বা আগ্রহ প্রকাশ করলে তখন বিবেচনা করা হবে।