ছাত্র-জনতার উদ্দেশে ভিপি নুরের বার্তা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪০ এএম

নুরুল হক নুর। ছবি : সংগৃহীত
সরকার গঠনের পরও ‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে বলে মন্তব্য করেছেন ঢাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদে সভাপতি নুরুল হক নুর।
বুধবার (৫ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে নুরুল হক বলেন, ‘সরকার গঠনের পরও ‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে। দেশে কর্মরত কূটনৈতিক ও আর্ন্তজাতিক অঙ্গনে নেগেটিভ বার্তা যাবে, যা আমাদের কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না।’
তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বির্নিমাণে ইতিবাচক মানসিকতায় আমাদের দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, দেশে নতুন কোনো সংকট তৈরি হলে অভ্যুত্থানের শক্তিসমূহই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’