×

অন্যান্য

ভাসানী গণমানুষের রাজনীতির আলোকবর্তিকা: বাংলাদেশ ন্যাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:১২ পিএম

ভাসানী গণমানুষের রাজনীতির আলোকবর্তিকা: বাংলাদেশ ন্যাপ

ছবি: ভোরের কাগজ

   

‘ব্রিটিশ ঔপনিবেশিক বাংলায় গ্রামভিত্তিক রাজনীতির প্রবর্তক মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ভারতীয় উপমহাদেশের স্বনামধন্য ধর্মগুরু এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। মাওলানা ভাসানী গণমানুষের রাজনীতির আলোকবর্তিকা হাতে গ্রাম থেকে গ্রামান্তরে এর আলো ছড়িয়ে দিয়েছেন’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) শীর্ষ নেতারা।

শনিবার (১৬ নভেম্বর) স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ মন্তব্য করেছেন।  

তারা বলেন, ‘রাষ্ট্র-সমাজ ও গণতন্ত্রের যেকোনো সঙ্কট থেকে উত্তরণে মজলুম জননেতা মাওলানা ভাসানীকে অনুসরণের কোনো বিকল্প নেই। তার দর্শনের ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে হবে। আজকে আমরা যে গভীর সংকটে আছি, তা কাটিয়ে উঠতে আমাদের অবশ্যই মাওলানা ভাসানীকে অনুসরণ করতে হবে। তার দর্শন নিয়ে এগিয়ে যেতে হবে। মওলানা ভাসানী বাঙালি চেতনার এক অভিন্ন নাম। বাঙালি ও অসাম্প্রদায়িক চেতনার দুটি স্রোতধারার মিলিত একটি মোহনা।’

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের সমালোচনা করবোই: নুর

নেতারা আগামীকাল (রবিবার ১৭ নভেম্বর) মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘ভাসানী ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির জ্বলন্ত প্রতীক। সমগ্র জাতিকে ‘খামোশ’ বলে ধমক দিতে পারতেন, শাসন করতে পারতেন এমন একজন মানুষ। তখন যিনি জাতির নেতা ছিলেন, তাকেও শাসন করতে পারতেন। জুলুম আর জালেমের বিরুদ্ধে মজলুম গণমানুষের কণ্ঠস্বর ছিলেন মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা মাওলানা ভাসানী। তিনি সারা জীবন শোষিত শ্রেণীর মুক্তির পক্ষে আন্দোলন সংগ্রাম করে গেছেন।’

মাওলানা ভাসানীই প্রথম পাকিস্তানকে ‘আসসালামু আলাইকুম’ বলে বাংলার মানুষের মনে স্বাধীনতা বীজ বপিত করেছিলেন বলে দাবি করে তারা আরো বলেন, ‘আজীবন মজলুম মানুষের মুক্তির জন্য যিনি লড়াই করেছেন তিনিই হলেন মাওলানা ভাসানী। তার কাছে জালিমের যেমন কোনো জাত-ধর্ম থাকত না, তেমনি মজলুম মানুষ কোনো ধর্মের, দেশের, বর্ণের, পেশার সেটা তিনি বিন্দুমাত্র ভাবতেন না। তিনি সবাইকে ছাড়িয়ে অনেক বড় হয়েছেন, ব্যতিক্রম হয়েছেন এইজন্যই যে, তিনি থাকতেন সর্বহারাদের মধ্যে, স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির কাছে। তিনি চিরকাল শ্রদ্ধায় ও ভালোবাসায় বেঁচে থাকবেন এ দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App