×

অন্যান্য

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করবোই: নুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করবোই: নুর

লালবাগে আলোচনা সভায় কথা বলছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

   

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা এই সরকারের মন্ত্রিসভার অংশিদার নই। এই সরকার আমাদের রক্তের ত্যাগে গঠন হয়েছে। তারা যদি আমাদের কথা না শুনে আমরা তাদের সমালোচনা করবোই। তিনি বলেন, দলমত নির্বিশেষে গড়ে ওঠা গণঐক্যে ফাটল ধরা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর লালবাগে এক আলোচনা সভায় নুর এসব কথা বলেন।

গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, ‘একদিকে আওয়ামী লীগের চোরাগোপ্তারা মিছিল করছে। অন্যদিকে দলমত নির্বিশেষে যে গণঐক্য গড়ে হয়েছিল, তা ফাটল ধরা শুরু হয়েছে। এ অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের রাজনীতি সংস্কার করতে হবে। কারণ রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাদের রাজনীতি যদি পরিবর্তন না হয়, তাহলে কিছুই হবে না। দুর্বৃত্তায়নের রাজনীতি বর্জন করতে না পারলে দেশ গঠন হবে না।’

আরো পড়ুন: বিএনপির ৩১ দফায় যা আছে

তিনি বলেন, জনগণকে বাইরে রেখে আওয়ামী লীগ গত ৩টি নির্বাচন করেছে। এবার সংখ্যানুপাতিক নির্বাচন করতে হবে। যে যত বেশি ভোট পাবে, সেই ক্ষমতায় আসবে। রাষ্ট্র পরিচালনা করবে আম জনতা। 

কেন এই তিন মাসেও আহত ভাই-বোনদের রাস্তায় নেমে আসতে হয়? এমন প্রশ্ন রেখে তিনি বলেন, নিহত প্রত্যেক পরিবারকে এক কোটি করে টাকা দেয়া উচিত। যারা শহীদ হয়েছেন তারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। অথচ এই শহীদ পরিবারকে সবাই ব্যবহার করছে। বড় নেতা মারা যাননি, মারা গেছেন নিম্নবিত্ত পরিবারের মানুষ।

এসময় গণ অধিকার পরিষদের সভাপতি দাবি জানান, আওয়ামী লীগ ও তার দোসরদের বিচার নিশ্চিত করে তাদের নিষিদ্ধ করতে হবে। গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। সংসদের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর করতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App