×

অন্যান্য

৫০ বছরে মব জাস্টিসের শিকার কত লাখ মানুষ, জানা গেলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৩:৫১ পিএম

৫০ বছরে মব জাস্টিসের শিকার কত লাখ মানুষ, জানা গেলো

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মব জাস্টিসের শিকার হন তোফাজ্জল। ছবি : সংগৃহীত

   

৫০ বছরে ১ লাখ ৭ হাজার মানুষ মব জাস্টিসের শিকার হয়েছে বলে জানিয়েছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। শুক্রবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর তোপখানা রোডে  ‘বিজয় মিলনায়তন’-এ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। এ সময় মব জাস্টিস বন্ধে কঠোর পদক্ষেপ ও সকল হত্যাকাণ্ডের বিচারের দাবি জানান নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, অধিকাংশ ঘটনারই বিচার রাজনৈতিক কারণে বাঁধাগ্রস্ত হয়েছে। কোনো কোনো ঘটনায় মামলা পর্যন্ত করার সাহস করেনি মব জাস্টিসের শিকার ব্যক্তিদের পরিবার। 

লিখিত বক্তব্যে মোমিন মেহেদী জানান, মবের কারণে কেবল হত্যা, হামলা বা দখলই হচ্ছে না, গণধর্ষণের মত নিকৃষ্টতম ঘটনাও ঘটছে। এসময় তিনি ৩৬ জুলাইর হত্যাকাণ্ড এবং পরবর্তী ৫৮ দিনে সংগঠিত সকল মব জাস্টিসের শিকার হয়ে মৃত্যুবরণকারীদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা সৎ হলেও তার সচিব-আমলাদের অধিকাংশ স্বৈরাচারের সুবিধাভোগী হওয়ায় একের পর এক অন্যায় অপরাধ খুন ও গুমের ঘটনা ঘটেই চলছে। এভাবে চলতে থাকলে দেশ ভয়ংকর ভাবে হিংস্রতার দিকে এগিয়ে যাবে, যা কারোই প্রত্যাশিত হতে পারে না।

তিনি বলেন, বেদনাহত হৃদয় নিয়ে আজ আপনাদের সামনে কথা বলার শুরুতেই বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনসহ দেশ শিক্ষা ধর্ম মানবতার জন্য নিবেদিত বিভিন্ন আন্দোলন সংগ্রামে জীবনদানকারী সকল বীরের প্রতি শ্রদ্ধা এবং তাদের বিদেহ আত্মার শান্তি কামনা করছি। পাশাপাশি স্বাধীনতার ৫৪ বছর পরে এসে ‘মব জাস্টিসের’ নামে আইন নিজের হাতে তুলে নেয়ার ঘটনা থামছেই না। এই ‘বিচারের’ নামে দেশের বিভিন্ন স্থানে হত্যা, নির্যাতন, মারধর, লাঞ্ছনা, অপমান, দখল, অপদস্থ ও হামলা করার ঘটনা ঘটছে। 

তিনি আরো বলেন, গত দুই মাসে সারাদেশে তোফাজ্জলসহ ৩৫ জনকে মব জাস্টিসের মাধ্যমে হত্যা করার তথ্য গণমাধ্যমে আসলেও বাস্তবতা বলছে এই সংখ্যা শতাধিক হবে। একের পর এক ঘটনায় দেশে নতুন আতঙ্ক ও উদ্বেগ তৈরি করেছে মব জাস্টিস। অন্তর্বর্তী সরকারের হুঁশিয়ারিও আইন নিজের হাতে তুলে নেয়া রোধ করতে পারছে না। এমতবস্থায় ৩৬ জুলাইর হত্যাকাণ্ড এবং পরবর্তী ৫৮ দিনে সংগঠিত মব জাস্টিস  - এর শিকার হয়ে মৃত্যুবরণকারীদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনের শেষে সকল নিহতর স্মরণে দোয়া করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, শুভানুধ্যায়ী গাজী মনসুর, আমিনুল হক খোকন প্রমুখ।

আরো পড়ুন : ‘মব জাস্টিস’ রোধে বিচারিক অনুসন্ধান চেয়ে রিট

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App