×

অন্যান্য

সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যাকারীদের ক্ষমা নেই: এনডিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৯ পিএম

সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যাকারীদের ক্ষমা নেই: এনডিপি

এনডিপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খোন্দকার গোলাম মোর্ত্তজা। ছবি : ভোরের কাগজ

   

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, এনডিপি’র প্রতিষ্ঠাতা মহাসচিব, জাতীয় বীর শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে পরিকল্পিতভাবে খুনী হাসিনার সরকার ফাঁসি দিয়ে হত্যা করেছে। যেই দোষে তাকে দোষী করেছে তিনি সেই দোষের সঙ্গে সম্পৃক্তই ছিলেন না। মুক্তিযুদ্ধের সময় তিনি সেই সময় পাকিস্তানে ছিলেন। অথচ যুদ্ধাপরাধীর তকমা লাগিয়ে তাকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, পাকিস্তানে একজন বিচারপতি সাক্ষী দিতে চেয়েছিলেন, তাকেও আসতে দেয়া হয়নি। এভাবে বহুজনকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে খুনী হাসিনা সরকার অনেককে হত্যা করেছে। আমরা সব হত্যাকাণ্ডের বিচার চাই। বিশেষ করে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে খুনী হাসিনাসহ যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তাদের কাউকে ক্ষমা করার সুযোগ নেই। আইনের আওতায় এনে প্রত্যেককে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের কাঠগড়ায় দাঁড় কারিয়ে একইভাবে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছুই চাই না, শুধু ন্যায় বিচার চাই। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে জননেতা আনোয়ার জাহিদ মিলনায়তনে এনডিপি’র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনডিপি’র মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীসহ যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তাদেরকে জাতি সব সময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, এখনো আয়নাঘরে এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাজেদুল ইসলাম সুমনসহ যারা রয়েছে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। আগামী ৭ দিনের মধ্যে এনডিপি’র নিবন্ধন ফিরিয়ে না দিলে নির্বাচন কমিশনের সচিবসহ যারা এখন দায়িত্বে রয়েছে তাদেরকে দায় নিতে হবে।

তিনি বলেন, এনডিপি থেকে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী বাঘ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিলেন। দেশের সংবিধান অনুযায়ী কোনো রাজনৈতিক দলের একজন যদি সংসদ সদস্য নির্বাচিত হয় সেই দলকে নিবন্ধন দিতে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সেখানেও খুনী হাসিনা এনডিপি’র সঙ্গে প্রহসন করেছে।

আরো পড়ুন : আযমী জামায়াতে ইসলামীর কেউ না

এ সময় এনডিপি’র সহকারী মহাসচিব আনিসুজ্জামান খোকনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মো. মঞ্জুর হোসেন ঈসা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য নাজমুন নাহার মিনতি, এডভোকেট ফরিদ উদ্দিন ভূঁইয়া, অনামিকা আজমী, ভাইস চেয়ারম্যান রাজু আহমেদ, আশরাফুজ্জামান, মো. সাইফুল ইসলাম, শাহজাদী আয়েশা সিদ্দিকা, যুগ্ম মহাসচিব হায়াত মাহমুদ, এম জি গোলাম মোস্তফা রাজু, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সহকারী মহাসচিব মোস্তফা মনির, খন্দকার জাহিদ, আরকে রিপন, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুর রহিম জাহিদ প্রমুখ।

এর আগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সভার শুরুতেই এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীসহ ২০২৪ এ গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং এনডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার জাহিদসহ সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার কারণে এবার জাঁকজমক পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App