
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৯:৪৫ পিএম
আরো পড়ুন
দেয়াল

আমিনা আক্তার অহনা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১১:১৩ পিএম

প্রতীকী ছবি
দেয়াল চেনো দেয়াল?
বড় দেয়াল ছোট দেয়াল
যেমন দেয়াল হোক না কেন
দেয়াল তো দেয়ালই তাই না?
ভাবছো এতো কিছু থাকতে হঠাৎ
দেয়ালের পিছু নিলাম কেন?
আরে না না আমি দেয়ালের পিছু নেই নি দেয়ালই আমার সাথে সাথে ঘুরে
মস্ত বড় একটা দেয়াল
যে দেয়ালের আড়লে ঘাপটি মেরে
ছোট্ট আমি লুকিয়ে থাকি
কাউকে বুঝতে দেইনা
কে আমি?
কেমন আমি?
কেন জানো?
দেয়ালের অপর পাশের মানুষগুলোকে
আমার কাছে মনে হয়
খুব হিংস্র,বিবেকহীন,মনুষ্যত্বহীন
ঠিক যেন দানোবের মতো
তাই তো আমি দেয়াল দিয়ে
নিজেকে ঘিরে রেখেছি
যে দেয়াল কেউ ভাঙ্গতে পারবেনা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

প্রতীকী ছবি
দেয়াল চেনো দেয়াল?
বড় দেয়াল ছোট দেয়াল
যেমন দেয়াল হোক না কেন
দেয়াল তো দেয়ালই তাই না?
ভাবছো এতো কিছু থাকতে হঠাৎ
দেয়ালের পিছু নিলাম কেন?
আরে না না আমি দেয়ালের পিছু নেই নি দেয়ালই আমার সাথে সাথে ঘুরে
মস্ত বড় একটা দেয়াল
যে দেয়ালের আড়লে ঘাপটি মেরে
ছোট্ট আমি লুকিয়ে থাকি
কাউকে বুঝতে দেইনা
কে আমি?
কেমন আমি?
কেন জানো?
দেয়ালের অপর পাশের মানুষগুলোকে
আমার কাছে মনে হয়
খুব হিংস্র,বিবেকহীন,মনুষ্যত্বহীন
ঠিক যেন দানোবের মতো
তাই তো আমি দেয়াল দিয়ে
নিজেকে ঘিরে রেখেছি
যে দেয়াল কেউ ভাঙ্গতে পারবেনা।