
প্রিন্ট: ০৪ মে ২০২৫, ০৫:৫৫ এএম
আরো পড়ুন
প্রতীক্ষা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ০৭:০১ পিএম
ঝরা পাতাদের জমায়েত করেছি
যদি পথ চেয়ে চেয়ে ঘুমিয়ে পড়ি
যদি সে এসে আমায় না পেয়ে ফিরে যায়
তাই রাজ্যের ঝরা পাতা কুড়িয়ে জড়ো করেছি
বিছিয়ে রেখেছি তার চলার পথে,
পাতার মরমর শব্দ আমাকে জাগাবেই।
অবাধ্য বাতাস আমার কথা কানে নেয় না,
উড়িয়ে নিতে চায় আমার পাহারাদার পাতাদের
হেসে উড়িয়ে দেয় আমার তীব্র প্রতীক্ষাকে,
অথচ সে কি জানে!
একবার ফিরিয়েছি বলে,
ফেরাতে বাধ্য হয়েছিলাম বলে, কি সাজা মেনে নিয়েছি?
মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছি কতকাল ধরে
মরা ডালপালাহীন, অপয়া গাছটার মতোই
আবার ফেরাবো সেই দুঃসাহস করি কি করে!
এবার পথ চাওয়ার সমস্ত আয়োজন করেই বসেছি।
অযাচিত অনুযোগের স্বরে কান্না চলে আসে যদিওবা
রপ্ত করেছি বহুকাল ধরে আহ্বানের তানটুকু,
কৈফিয়তেরাও রোদনের রূপ নিয়েছে ভরা বসন্তে!
এখন যে কেবলই তার ফেরার প্রতীক্ষা।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
ঝরা পাতাদের জমায়েত করেছি
যদি পথ চেয়ে চেয়ে ঘুমিয়ে পড়ি
যদি সে এসে আমায় না পেয়ে ফিরে যায়
তাই রাজ্যের ঝরা পাতা কুড়িয়ে জড়ো করেছি
বিছিয়ে রেখেছি তার চলার পথে,
পাতার মরমর শব্দ আমাকে জাগাবেই।
অবাধ্য বাতাস আমার কথা কানে নেয় না,
উড়িয়ে নিতে চায় আমার পাহারাদার পাতাদের
হেসে উড়িয়ে দেয় আমার তীব্র প্রতীক্ষাকে,
অথচ সে কি জানে!
একবার ফিরিয়েছি বলে,
ফেরাতে বাধ্য হয়েছিলাম বলে, কি সাজা মেনে নিয়েছি?
মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছি কতকাল ধরে
মরা ডালপালাহীন, অপয়া গাছটার মতোই
আবার ফেরাবো সেই দুঃসাহস করি কি করে!
এবার পথ চাওয়ার সমস্ত আয়োজন করেই বসেছি।
অযাচিত অনুযোগের স্বরে কান্না চলে আসে যদিওবা
রপ্ত করেছি বহুকাল ধরে আহ্বানের তানটুকু,
কৈফিয়তেরাও রোদনের রূপ নিয়েছে ভরা বসন্তে!
এখন যে কেবলই তার ফেরার প্রতীক্ষা।