×

পাকিস্তান

পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো আপস নয়: শাহবাজ শরিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১০ পিএম

পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে কোনো আপস নয়: শাহবাজ শরিফ

ছবি : সংগৃহীত

   

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, পাকিস্তান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আপস করবে না, এমনকি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরও। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইসলামাবাদে মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, পাকিস্তানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা নেই। আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আপস করা হবে না।

এ সপ্তাহের শুরুতে ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞা চারটি পাকিস্তানি সংস্থার ওপর ছিল, যার মধ্যে একটি রাষ্ট্রীয় মালিকাধীন প্রতিরক্ষা সংস্থাও রয়েছে। এই নিষেধাজ্ঞা মূলত ওই সব প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করে যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্তার বা সরবরাহে যুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের পর, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ এক বিবৃতিতে বলেন, এনডিসিসহ চারটি বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক এবং পক্ষপাতমূলক। তিনি আরো উল্লেখ করেন, পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু দেশের নিরাপত্তার জন্য।

এদিকে, যুক্তরাষ্ট্রের উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন ফিনার পাকিস্তানের এই সক্ষমতা নিয়ে মন্তব্য করে বলেন, পাকিস্তান দীর্ঘ-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা দক্ষিণ এশিয়ার বাইরেও আঘাত হানতে পারে, এমনকি যুক্তরাষ্ট্রেও। পাকিস্তান এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছে, তাদের প্রতিরক্ষা কর্মসূচি শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

আজকের বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একই সুরে বলেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা শুধুমাত্র প্রতিরক্ষার জন্য এবং এটি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App