ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ১০:৪৩ পিএম

ছবি: সংগৃহীত
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ায় নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি সম্প্রীতি ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে ড. ইউনূসের সাফল্য কামনা করেন। পাশাপাশি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরো গভীর করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্সে দেয়া এক বার্তায় মোদি পরিবর্তিত পরিস্থিতিতে ড. ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
আরো পড়ুন: অনৈতিক সম্পর্ক: ইরাকে বিয়ের বয়স কমানোর প্রস্তাব
তিনি বলেন, নতুন দায়িত্ব নেয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন। হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরবে বলে আশা রাখি। শান্তি নিরাপত্তা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জন এবং দুই দেশের জনগণের আকাঙ্খার বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে ভারত অঙ্গীকারবদ্ধ।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।