উজ্জ্বল ত্বক পেতে কাঠবাদামের তিন ব্যবহার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৮, ০৪:৫৫ পিএম

সুন্দর, উজ্জ্বল, দীপ্তিময় ত্বকের জেল্লা বাড়াতে, ত্বককে দীপ্তিময় রাখতে কাঠবাদাম চমৎকার একটি উপাদান। ত্বকের জেল্লা বাড়াতে কাঠবাদামের কিছু ব্যবহারের কথা জেনে নিই-
১. কাঠবাদাম ও মধু
কাঠবাদামের তেল ও মধু একত্রে মেশান।
সারারাত এটি মুখে মেখে রেখে দিন।
সকালবেলা হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
সুন্দর ত্বক পেতে সপ্তাহে দুই থেকে তিন বার মিশ্রণটি ব্যবহার করুন।
২. কাঠবাদামের তেল ও গোলাপ জল
কাঠবাদামের তেলে গোলাপ জল মেশান।
সারারাত ত্বকে মেখে রাখুন।
সকালবেলা ঘুম থেকে ওঠে মুখ ধুয়ে ফেলুন।
সপ্তাহে তিন থেকে চারদিন এই পদ্ধতি অনুসরণ করুন।
৩. দুধ ও কাঠবাদাম
একটি ছোট পাত্রে আধা চা চামচ কাঠবাদামের তেল নিন। এর মধ্যে দুই চা চামচ দুধ মেশান।
মিশ্রণটি ত্বকে ঘষুন।
এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই ঘরোয়া ফেসিয়াল ক্লিনজারটি সপ্তাহে দুই বার ব্যবহার করতে পারেন।