
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ০৪:৪০ এএম
আরো পড়ুন
তিনটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২০, ১০:১২ পিএম
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সংসদে পাস হওয়া তিনটি বিলে সম্মতি প্রদান করেছেন। এ তিনটি বিলে মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রপতি সম্মতি প্রদান করেন।
বিলগুলো হচ্ছে- নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল ২০২০; অর্থবিল,২০২০ এবং নির্দিষ্টকরণ বিল ২০২০। বিল তিনটির মধ্যে নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল গত ১৫ জুন, অর্থবিল ২৯ জুন এবং মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল-২০২০ জাতীয় সংসদে পাস হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থপ্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি (নির্দিষ্টকরণ বিল, ২০২০) পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সংসদে পাস হওয়া তিনটি বিলে সম্মতি প্রদান করেছেন। এ তিনটি বিলে মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রপতি সম্মতি প্রদান করেন।
বিলগুলো হচ্ছে- নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল ২০২০; অর্থবিল,২০২০ এবং নির্দিষ্টকরণ বিল ২০২০। বিল তিনটির মধ্যে নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল গত ১৫ জুন, অর্থবিল ২৯ জুন এবং মঙ্গলবার নির্দিষ্টকরণ বিল-২০২০ জাতীয় সংসদে পাস হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল থেকে অর্থপ্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনীত বিলটি (নির্দিষ্টকরণ বিল, ২০২০) পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।