ফ্লাগুনে চুলের সাজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫০ পিএম

ফাল্গুন প্রকৃতির নানা রকম রং নিয়ে আসে আমাদের জীবনে। আর এই রঙেগুলোকে বর্হিপ্রকাশ করতে গিয়েই বসন্তের প্রথম প্রহরে আমরা আমাদের সাজের দিকে, পোশাকের দিকে ও চুলের দিকে মনোযোগ দেই। এই সব সাজের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হলো চুলের সাজ। তবে তা কিন্তু সবার জন্য এক রকম হবে না। বয়স, পেশা, পছন্দ সব কিছুর উপর নির্ভর করেই বেছে নিতে হবে বসন্তের চুলের সাজ।
রূপবিশেষজ্দের মতে, বসন্তের দিনে চুলের সাজে নিজের চিন্তাচেতনা, রুচি ও ব্যক্তিত্বকে তুলে ধরতে হবে। সেক্ষেত্রে চুলের সাজে থাকে অনেক ভিন্নতাও। তবে প্রায় সবাই কিন্তু রঙিন ফুল পড়তে পছন্দ করেন চুলে।
ফাল্গুনে অনেকেই খুব ট্রেডশনাল চুলের সাজ পছন্দ করেন এবং সে ভাবেই চুল বাঁধেন ও ফুল পড়েন। আবার টিনেজার বয়সের মেয়েরা একটু ট্রেন্ডি ও ফ্যাশনাবল চুলের সাজই বেছে নেন। আর যারা চাকরিজীবী বসন্তের দিন তাদের চুলের সাজ হবে একেবারেই ভিন্ন।