গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে সমৃদ্ধ ও উন্নত করতে চাই

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৮, ০৪:২৮ পিএম

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নিয়ে গঠিত সিলেট-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিপরীতে বিএনপি থেকে লড়ছেন ফয়সল আহমদ চৌধুরী। এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। এর আগে স্থানীয় কোনো নির্বাচনে অংশ না নিলেও দীর্ঘদিন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আছেন ফয়সল। ছিলেন সিলেট জেলা ছাত্রদলের আহবায়ক। ২০০৬ সাল থেকেই এলাকায় সক্রিয় এই নেতা তৃণমূলে তৈরি করেছেন নিজস্ব বলয়। জাতীয় নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে ফয়সল আহমদ চৌধুরী বলেন, রাজনীতি করি বলেই সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চাই। সর্বোপরি এলাকার মানুষের ভাগ্যোন্নয়নসহ আধুনিক, সমৃদ্ধ ও উন্নত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ে তুলতে চাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ১০ বছরে আমার নির্বাচনী এলাকা উন্নয়নবঞ্চিত ছিল। সিলেট থেকে তিনটি উপজেলায় যাবার প্রধান রুট হচ্ছে সিলেট-গোলাপগঞ্জ সড়ক, এই সড়কের বেহাল অবস্থা থেকে মুক্তি মেলেনি স্থানীয়দের। আমাদের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উপজেলা সব সময় শিক্ষায় এগিয়ে ছিল। কিন্তু গত ১০ বছর এই এলাকার সন্তান শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করলেও শিক্ষায় পিছিয়ে পড়েছে স্থানীয় ছেলেমেয়েরা। আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে এলাকার যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো। দ্রæততম সময়ের মধ্যে সিলেট থেকে বিয়ানীবাজার রাস্তার সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলব।
ফয়সল আহমদ চৌধুরী জানান, তার দ্বিতীয় অগ্রাধিকার হবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। এলাকায় নতুন কয়েকটি কলেজ ও বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেবেন তিনি। ফয়সল আরো বলেন, যেহেতু আমার এলাকা প্রবাসী অধ্যুষিত, এখানকার বেশির ভাগ তরুণই প্রবাসে যেতে ইচ্ছুক। তাদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ গ্রহণ করব। মোটকথা, ১০ বছরের অবহেলিত জনপদকে উন্নত এলাকায় পরিণত করার সর্বাত্মক চেষ্টা করব।