প্রিয়তমার প্রথম পোস্টারে শাকিবের চুলে ঝুঁটি, ঠোঁটে সিগারেট

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৩, ০৮:৪৬ পিএম

ছবি: সংগৃহীত

শাকিব খান মানেই চমক। ব্যক্তিগত জীবনের আলোচনাকে পেছনে ফেলে কাজ দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দেন ঢালিউডের ভাইজান। এটাই শাকিবের কারিশ্মা। আসছে ঈদে মুক্তির ঘোষনা দেওয়া সিনেমা প্রিয়তমা। যাতে খান সাহেবের সঙ্গে জুটি বেধেঁছে টলিউডের নায়িকা ইধিকা পাল। দৃশ্যধারণের শুরুর দিনেই প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম পোস্টার। পোস্টারের ক্যাপশনে তিনি লেখেন, যাত্রা শুরু। সেই সঙ্গে হ্যাসট্যগ দিয়ে যুক্ত করেন, প্রিয়তমা, ঈদুল আজহা। পোস্টারে শাকিবকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করা হয়েছে। লম্বা চুল, মুখে ছোট দাড়ি, ঠোঁটে সিগারেট। ধূসর শার্ট পরে ঘাড়ে হাত দিয়ে বিষাদগ্রস্থ চাহনিতে তাকিয়ে আছেন দূরে। এমন রূপে শাকিবকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, বুধবার থেকে পুরান ঢাকায় শুটিং শুরু হয়েছে। সেখানে শাকিব অংশ নিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুটিংয়ে যোগ দিয়েছেন নায়িকা ইধিকা। তবে ধূমপানের বিষয়ে সতর্ক মূলক বার্তা দেওয়া না থাকার বিষয় নিয়েও অনেকে কথা বলছেন। প্রিয়তমা সিনেমাটি ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। টানা এক মাস কাজ করে এর শুটিং করবেন শাকিব-ইধিকা জুটি।