মাধবপুরে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ মে ২০২৩, ০৭:৩৮ পিএম

প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাঁজা উদ্ধার করে নিয়ে আসার পথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওপর হামলা করেছে মাদক কারবারিরা।
এসময় আত্মরক্ষার্থে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বিজিবি।
শনিবার (৬ মে) ভোররাতে সরাইল ব্যাটালিয়নের (২৫) বিজিবি ধর্মঘর ক্যাম্পের হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে বিশেষ টহল দল মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা গুলো নিয়ে বিজিবি সদস্যরা ক্যাম্পে আসার পথে ৩৫-৪০ জনের একদল মাদক কারবারি বিজিবি সদস্যদের লক্ষ্য করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে ১ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। পড়ে মাদক কারবারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত মাদকগুলো মাধবপুর থানায় জমা দেয়া হয়েছে।
২৫ বিজিবি অধিনায়ক লে.কর্নেল আরমান আরিফ সত্যতা নিশ্চিত করেছেন।