স্বপ্ন হলো ছাই, ভোরের কাগজের ছবিতে বঙ্গবাজার অগ্নিকাণ্ড

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ০৯:২৩ পিএম

আগুনের উত্তাপ উৎসুক মানুষের ভিড়ে পরিণত হয়েছে মর্মবেদনায়


আগুনকে ঘিরে উৎসুক জনতার ভিড়

দাউদাউ অগ্নিশিখা

আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার দিয়ে পানি ছিটানো হয়





মালামাল, আসবাবপত্র হারিয়ে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা মধ্যবয়সী এই ব্যবসায়ী। চোখের সামনে দোকানের সব সম্পদ জ্বলে-পুড়ে ছারখার হয়ে যেতে বাকরুদ্ধ তিনি

ধ্বংসস্তূপে ভস্মীভূত সম্পদ খুঁজছেন বঙ্গবাজারের ব্যবসায়ী ও দোকানিরা



ক্ষতিগ্রস্তরা দিশেহারা

বঙ্গবাজারে আগুনকে ঘিরে উৎসুক মানুষের ভিড়

আগুন নিয়ন্ত্রণে এলে সংবাদ সম্মেলন করে ফায়ার সার্ভিস

আগুনে আটকে পড়া লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করেন



আগুন নিয়ন্ত্রণে হিমশিম খায় ফায়ার সার্ভিসের কর্মীরা


মালামাল সংগ্রহে ব্যতিব্যস্ত ক্ষতিগ্রস্তরা


ধ্বংসস্তূপের মধ্যে শেষ সম্বল খোঁজার চেষ্টা

আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় ফায়ার সার্ভিসকে

আগুন নিয়ন্ত্রণে পরবর্তীতে ৪৩টি এবং তারও পরে ৪৮টি ইউনিট ঘটনাস্থলে নেয়া হয়

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস





মঙ্গলবার বিকেলেও ধ্বংসস্তূপের এখানে ওখানে আগুনের ধোঁয়া


পুড়ে ছাই হওয়া ধ্বংসস্তূপ থেকে মালামাল খুঁজে ফিরছে এলাকাবাসী

আগুনে ধূম্রজালে বঙ্গবাজার এলাকার আকাশ ভারী হয়ে আসে

আগুন নিয়ন্ত্রণে এলে মালামাল সংগ্রহ করে ক্ষতিগ্রস্তরা

আগুনের ধোয়া চারদিকে ছড়িয়ে পড়ে





মালামাল, আসবাবপত্র হারিয়ে এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা মধ্যবয়সী এই ব্যবসায়ী। চোখের সামনে দোকানের সব সম্পদ জ্বলে-পুড়ে ছারখার হয়ে যেতে বাকরুদ্ধ তিনি


অগ্নিকাণ্ডের খবরে সকাল আটটার দিকে ফায়ার সার্ভিস ৪১টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়


বঙ্গবাজারে আগুন। ছবি: ভোরের কাগজ

মঙ্গলবার সকাল ছয়টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়

ধোঁয়ায় ধোঁয়ায় বঙ্গবাজার এলাকার আকাশ ভারী হয়ে ওঠে


বঙ্গবাজারে সর্বগ্রাসী আগুন
মঙ্গলবার সকাল ছয়টা ১০ মিনিটে বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার ব্যবসায়ীদের জীবনে নেমে আসে ট্র্যাজেডি। সব হারিয়ে তারা এখন নিঃস্ব। এ অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এ ঘটনার নজরদারি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো সংস্থার গাফেলতি প্রমাণ পেলে বিচার হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনুদান দেবেন। ঢাদসিক থেকেও ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। বঙ্গবাজারের এ অগ্নিকাণ্ডের বিভিন্ন পরিস্থিতির ছবি তুলেছেন ভোরের কাগজের রিপোর্টার কামরুজ্জামান খান, শরীফা বুলবুল, মো. রুহুল আমিন, ইমরান রহমান, ফটোসাংবাদিক মাসুদ পারভেজ আনিস, মামুন আবেদীন, শাহাদাৎ হোসেন ও মো. শাহাদাত হোসেন।
[caption id="attachment_420633" align="aligncenter" width="960"]

























