জনসমুদ্র রাজশাহী, সভাস্থল কানায় কানায় পূর্ণ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৩, ০১:৪৩ পিএম

ছবি: পিএমও










রাজশাহীর মাদ্রাসা ময়দান আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা থাকলেও সকাল ১১টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজশাহী পরিণত হয়েছে মিছিলের নগরীতে।

স্লোগানে স্লোগানে উত্তাল তরঙ্গ যেন সবকিছু ছাপিয়ে যাচ্ছে।

আজ সকাল ৯টায় উন্মুক্ত করে দেয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ)। তখন থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ঢলে পরিপূর্ণ হয় সভাস্থল।

ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর রাজশাহী নগরী।

জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে কিছুক্ষণের মধ্যে শুরু হবে জনসভা।

এরই মধ্যে মঞ্চে আসতে শুরু করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। দুপুর আড়াইটায় আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।



