কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোহাম্মদ রফিক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৩, ১২:৫০ পিএম

ছবি: সংগৃহীত
বাংলা একাডেমি প্রবর্তিত দ্বি-বার্ষিক পুরস্কার ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৩’-এ ভূষিত হয়েছেন বিশিষ্ট কবি মোহাম্মদ রফিক।
রবিবার (১ জানুয়ারি) বাংলা একাডেমির উপপরিচালক মোহাম্মদ আকবর হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলা সাহিত্যের বরেণ্য কবি জসীমউদ্দীনের জন্মদিন উপলক্ষে, ১ জানুয়ারিতে দ্বি-বার্ষিকভাবে বাংলা একাডেমি এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারের অর্থমূল্য দুই লক্ষ টাকা। অমর একুশে বইমেলা ২০২৩-এর সমাপনী অনুষ্ঠানে ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৩’ প্রদান করা হবে।
ঐশ্বর্যময় সৃজন সম্ভারের সফল নায়ক কবি মোহাম্মদ রফিক ১৯৪৩ সালের ২৩ অক্টোবর বাগেরহাটে জন্মগ্রহণ করেন। একুশে পদকপ্রাপ্ত এই শক্তিমান কাব্যপ্রতিভা মনন শক্তিতেও অনবদ্য। স্বৈরাচারী এরশাদের কবিতা লেখার চরম ধৃষ্টতায় মোহাম্মদ রফিকের সেই দরাজ কণ্ঠের উদাত্ত আহ্বানে সারা বাংলাদেশে চমক লেগেছিল। ‘সব শালা কবি হবে, পিঁপড়ে গোঁ ধরেছে উড়বেই উড়বে।’ অসাধারণ এক দেশ মাতানো কাব্যিক ছন্দের আক্রমণাত্মক শব্দ চয়নে সেদিন আকাশ-বাতাসও যেন স্তব্ধ, বিমূঢ় হয়ে যায়। শক্তিমান এই কবি পেয়েছিলেন একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কার।