ড্রোন গিলে খেয়ে ফেলল কুমির (ভিডিও)

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪১ এএম

ড্রোন গিলতে উদ্যত অ্যালিগেটর।
জলাশয়ে ঘুরছে একটি কুমির। পাড় থেকে তাকে দেখছেন অনেকে। একটি ছোট ড্রোনও ওড়ানো হচ্ছে কুমিরের স্পষ্ট ছবি তোলার জন্য। ড্রোনটি উড়তে উড়তে কুমিরের মুখের একেবারে কাছাকাছি উড়ছিল।
ঠিক সেই সময় সকলকে চমকে দিয়ে এক ঝাঁপে ড্রোনটিকে মুখে পুরে নেয় কুমিরটি। তার পরই চিবোতে শুরু করে। কিছুক্ষণ পর দেখা যায় কুমিরটির মুখ থেকে ধোঁয়া বেরচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।
সম্প্রতি এ রকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নজরে এসেছে গুগল সিইও সুন্দর পিচাইয়েরও। তিনি নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন ভিডিওটি। ক্যালিফোর্নিয়ার একটি ড্রোন প্রস্তুতকারক সংস্থার প্রাক্তন সিইও-ও টুইটারে শেয়ার করেছেন এই ভিডিও।
জানা গেছে, ঘটনাটি সম্প্রতি ঘটেছে আমেরিকার ফ্লোরিডায়। কুমিরের গিলে ফেলা ড্রোনটি যিনি নিয়ন্ত্রণ করছিলেন তিনি বলেছেন, ‘‘ভেবেছিলাম ড্রোনের সেন্সর ড্রোনকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখবে। সে জন্যই অতটা কাছ থেকে কুমিরের ছবি তোলার চেষ্টা করছিলাম। কিন্তু মুহূর্তের মধ্যে ও ড্রোনটিকে গিলে ফেলল।’’
https://www.youtube.com/watch?v=gus5FMGtEok