লাল গোলাপে নীল বিষাক্ত সাপ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ০৫:১৮ পিএম

লাল রঙের গোলাপে বসে রয়েছে একটি নীল রঙের সুন্দর সাপ। ছবি সংগৃহীত
খুব কম মানুষই আছেন যারা সাপে ভয় পান না। কম বেশি সকলেই সাপে ভয় পায়। যে লোক নিজেকে দারুণ সাহসী বলে দাবি করেন, সেই তিনিও কুন্ডলী পাকানো সাপ দেখলে রীতিমতো ঘামতে শুরু করবেন। তবে এটাও সত্যি পৃথিবীতে এমন অনেক সাপ আছে, যা দেখতে খুবই সুন্দর। এগুলি দেখতে এতই আকর্ষণীয়, যে আপনি রীতিমতো মোহিত হয়ে যাবেন। এক কথায় এগুলিকে ‘ভয়ংকর সুন্দর’ বললেও অযৌক্তিক হবে না। খবর কলকাতা টুয়েন্টিফোরের।
সম্প্রতি এমনই একটি ছবি সামনে এসেছে যা দেখে রীতিমতো উচ্ছ্বাসিত সামাজিক মাধ্যমের সকল দর্শকরা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে লাল রঙের গোলাপে বসে রয়েছে একটি নীল রঙের সুন্দর সাপ। আসলে এটা যতটা সুন্দর দেখতে ঠিক ততটাই বিপজ্জনক। কারণ এই সাপটি মারাত্মক বিষাক্ত।
এক টুইটার ব্যবহারকারী একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে বিরল প্রজাতির নীল সাপ লাল গোলাপের উপরে বসে রয়েছে। ব্যাপারটা রঙের জন্য মারাত্মক দৃষ্টি আকর্ষণ করেছে। একই সঙ্গে একদিকে গোলাপ যখন সবার প্রিয়, তেমনই সাপ ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী। এখানে সাপ ও গোলাপের মেলবন্ধনে রীতিমতো তাজ্জব হয়ে গিয়েছেন সামাজিক মাধ্যমের সকল দর্শকরা। সকলেই এই ভিডিও দেখে দারুণ প্রশংসাও করেছেন।
অস্ট্রেলিয়ান একটি ম্যাগাজিনে এই সাপ সম্পর্কে কিছু বিবরণ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে এই সাপটি দেখতে খুবই সুন্দর। কিন্তু এটাকে ছোঁয়ার কথা ভাববেনও না। কারণ বাস্তবে এটি মারাত্মক আক্রমণাত্মক। যে কোন প্রতিকূলতা দেখলে ছোবল মারতে এটি বিন্দুমাত্র দ্বিধা করে না। তাই সাবধান।
তবে আশ্চর্যের বিষয় হল টুইটারের ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে হাতে গোলাপের ডালটিকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছেন ওই ব্যবহারকারী। এ সময় সাপটি আক্রমন করার মনোবাব পোষন করেছে ঠিকই, কিন্তু সৌভাগ্যক্রমে আক্রমণ করেনি ক্যামেরা ধারীকে। সাপটি অবশ্য লম্বায়ও খুব বেশি না। এক হাত লম্বা হতে পারে সাপটি।