মেলান্দহে একসঙ্গে ৩ সন্তান প্রসব: খুশির মাঝেও দুশ্চিন্তায় পরিবার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৮:১৫ পিএম

ছবি: ভোরের কাগজ
জামালপুরের মেলান্দহে শ্যামলী আক্তার নামে এক মা স্বাভাবিকভাবে ৩ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তবে নবজাতকদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারকে গভীর দুশ্চিন্তায় ফেলেছে। শনিবার (৩১ আগস্ট) বেলা ১টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র নার্সদের তত্ত্বাবধানে এই ৩ নবজাতকের জন্ম হয়। জন্মের পর দেখা যায়, ৩ নবজাতকই স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম ওজনের, যা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে পরিবারে।
জন্ম নেয়া ৩ নবজাতকের ওজন যথাক্রমে ৯০০ গ্রাম, ৮৭৫ গ্রাম, এবং ৭৫০ গ্রাম। তাদের স্বাভাবিকের চেয়ে কম ওজনের কারণে তারা গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নবজাতকদের ময়মনসিংহ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নবজাতকদের মা শ্যামলী আক্তার সুস্থ থাকলেও বাচ্চাদের শারীরিক অবস্থা পরিবারের সবাইকে গভীর দুশ্চিন্তায় ফেলেছে। শ্যামলীর বড় বোন সপ্না আক্তার বলেন, আমরা আগে থেকেই জানতাম যে শ্যামলীর গর্ভে ৩ সন্তান আছে। কিন্তু তাদের এমন সংকটাপন্ন অবস্থার কথা চিন্তা করিনি। আল্লাহ ভালো জানেন সন্তানগুলো বাঁচবে কিনা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স রাশেদা আক্তার জানান, শ্যামলী আক্তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আসেন। পরীক্ষা করে দেখা যায়, তার গর্ভের সন্তানদের ৭ মাস চলছে এবং প্রসবের সময় ঘনিয়ে এসেছে। সঠিক সময়ে চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে শ্যামলীর নরমাল ডেলিভারি সম্পন্ন হয়, তবে নবজাতকদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়। মেলান্দহের এই ঘটনাটি ইতিমধ্যেই এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে, সবাই প্রার্থনা করছে নবজাতকদের সুস্থ হয়ে ওঠার জন্য।