
প্রিন্ট: ১৩ মে ২০২৫, ০৫:৪৬ পিএম
আরো পড়ুন
৬৫তম জন্মদিন পালন করল বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১২:৫৩ পিএম

বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা ফাটোউ
বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলার নাম ফাটোউ। গত বুধবার (১৩ এপ্রিল) জার্মানিতে বার্লিন চিড়িয়াখানায় তার ৬৫ তম জন্মদিন পালন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ওই গরিলার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চিড়িয়াখানাটির কর্তৃপক্ষ।
ইন্সটাগ্রামে কর্তৃপক্ষ জানান, বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা হলো ফাটোউ। জন্মদিন উপলক্ষ্যে তাকে বিশেষ খাবার খেতে দেয়া হয়েছে। খবর সিএনএনের।
১৯৫৯ সালে বার্লিন চিড়িয়াখানায় আনা হয় ফাটোউকে। ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলার সমাদর লাভ করে ফাটোউ। এর আগে এ সমাদর ছিল ট্রুডি নামে আরেক গরিলার। ১৯৫৬ সালে ট্রুডির জন্ম হয়।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
৬৫তম জন্মদিন পালন করল বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১২:৫৩ পিএম

বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা ফাটোউ
বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলার নাম ফাটোউ। গত বুধবার (১৩ এপ্রিল) জার্মানিতে বার্লিন চিড়িয়াখানায় তার ৬৫ তম জন্মদিন পালন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ওই গরিলার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চিড়িয়াখানাটির কর্তৃপক্ষ।
ইন্সটাগ্রামে কর্তৃপক্ষ জানান, বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলা হলো ফাটোউ। জন্মদিন উপলক্ষ্যে তাকে বিশেষ খাবার খেতে দেয়া হয়েছে। খবর সিএনএনের।
১৯৫৯ সালে বার্লিন চিড়িয়াখানায় আনা হয় ফাটোউকে। ২০১৯ সালে বিশ্বের সবচেয়ে বয়স্ক গরিলার সমাদর লাভ করে ফাটোউ। এর আগে এ সমাদর ছিল ট্রুডি নামে আরেক গরিলার। ১৯৫৬ সালে ট্রুডির জন্ম হয়।