মাসুদ পথিকের ছেলেকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া গেল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৮:৩১ পিএম

মাসুদ পথিকের ছেলে অনুসূর্য
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাসুদ পথিকের একমাত্র ছেলে অনুসূর্য মারা গেছে। তার বয়স হয়েছিল মাত্র আট বছর। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল পাঁচটায় জীবনের মায়া ত্যাগ করে চলে যায় অনুসূর্য।
মাসুদ পথিকের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে গোসল করতে যায় অনুসূর্য। অনেকক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। ডাকাডাকি করেও সাড়া পাওয়া যাচ্ছিল না। শেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। দরজা ভেঙে বাথরুমে অনুসূর্যকে মৃত পাওয়া যায়।
গ্রামের বাড়ি নরসিংদীতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে অনুসূর্যের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে গ্রামের বাড়িতেই সমাহিত করা হয়।
ছেলের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন মাসুদ পথিক। ছেলের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।