
প্রিন্ট: ০৬ মে ২০২৫, ০৫:১৫ এএম
আরো পড়ুন
১২ আগস্টের পর বন্ধ হচ্ছে মডার্নার প্রথম ডোজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ০৮:০০ পিএম
১২ আগস্টের পর সারাদেশে মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে দ্বিতীয় ডোজ দেয়া শুরুর নির্দেশ ও দিয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এক নির্দেশনায় এ কথা জানানো হয়।
তবে যেসব স্থানে মডার্নার টিকার প্রথম উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেয়া আরম্ভ করতে হবে।
চাহিদা মোতাবেক সারাদেশে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা পাঠানো হবে। ১৪ আগস্ট হতে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফারমের দ্বিতীয় ডোজ শুরু করতে হবে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন
১২ আগস্টের পর সারাদেশে মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে দ্বিতীয় ডোজ দেয়া শুরুর নির্দেশ ও দিয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এক নির্দেশনায় এ কথা জানানো হয়।
তবে যেসব স্থানে মডার্নার টিকার প্রথম উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেয়া আরম্ভ করতে হবে।
চাহিদা মোতাবেক সারাদেশে মডার্নার দ্বিতীয় ডোজ টিকা পাঠানো হবে। ১৪ আগস্ট হতে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফারমের দ্বিতীয় ডোজ শুরু করতে হবে।